বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে এবার একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যাবে। নেতৃত্ব দিবেন তিনি নারীদের পক্ষে। পি এ কাজলের ‘মন যারে চায়’ শিরোনামের আগামী ছবিতে শাবনূরকে এমন চরিত্রে দেখা যাবে।
স্বামী সন্তান সংসার নিয়ে এতোদিন ব্যস্ত সময় পাড় করেছেন শাবনূর। পি এ কাজলের এই ছবির মাধ্যমে তিনি আবারও পর্দায় নিয়মিত হবেন। তবে কাজ করবেন অনেকটা বেছে বেছে।
নির্মাতা জানিয়েছেন, শাবনূরের সঙ্গে নতুন ছবি নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মন যারে চায়’ ছবির কাজ। এ ছবিতে শাবনূরকে একজন নারী নেত্রী হিসেবে দেখা যাবে।
ছবিতে শাবনূরের বিপরীতে কে অভিনয় করছেন? তা আপাতত এখনও চূড়ান্ত নয়। তবে এটাকে চমক হিসেবেই রাখতে চাচ্ছেন পরিচালক।
এর আগে, পি এ কাজলের ‘আমার প্রাণের স্বামী’ ছবিতে অভিনয় করেছিলেন শাবনূর।
এছাড়া শাবনূর অভিনীত সর্বশেষ ছবি বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’। এটি কাজ শেষ হয়েছে গত বছর। ছবিটি এখনও মুক্তি পায়নি।
২০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন