রবিবার, ২০ মার্চ, ২০১৬, ১২:২২:৫৫

এবার আনুশকায় মজেছেন সালমান!

এবার আনুশকায় মজেছেন সালমান!

বিনোদন ডেস্ক : প্রথম বারের মতো সালমান খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলিউডের আলোচিত অভিনেত্রী আনুশকা শর্মা। আসন্ন ছবি ‌‘সুলতান’ ছবিতে আনুশকাকে দেখা যাবে সালমানের বেগমের চরিত্রে।

এদিকে এবার সেই বেগমের প্রশংসায় পঞ্চমুখ সুলতান। আনুশকার অভিনয় দেখে সালমান খান এতোটাই মুগ্ধ হয়েছেন যে, যত্রতত্র আনুশকা বন্দনা করছেন তিনি। সালমান বলছেন, ‘আনুশকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল। ট্যালেন্টেড মানুষের সঙ্গে কাজ করতে সব সময়ই ভাল লাগে।’

এই ছবিতে হরিয়ানার এক কুস্তিগীর সুলতান আলি খানের ভূমিকায় অভিনয় করবেন সালমান। আলি আব্বাস জাফরের পরিচালনায় এই চরিত্রটি সালমানের কেরিয়ারের একটি অন্যতম কঠিন চরিত্র।

ভাইজানের কথায়, ‘এই চরিত্রটার জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। আমার কেরিয়ারে এটা একটা কঠিন ছবি।’ আাগমী ঈদে মুক্তি পেতে পারে ছবিটি।
২০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে