বিনোদন ডেস্ক : কানাডা থেকে ট্রিপল এক্স ছবির শুটিং থেকে ছুটি নিয়ে ভারতে ফিরেছেন দীপিকা পাডুকোন। আর তিনি ভারতে এসেই ছুটে গিয়েছেন তার পুরনো প্রেমিক রণবীর কাপুরের বাড়িতে। আর এ খবর প্রকাশ হতেই চলছে তুমুল আলোচনা।
এ ঘটনার পর প্রশ্ন উঠেছে, নতুন প্রেমিক রণবীর সিংকে ছেড়ে কি আবারও পুরনো প্রেমিক রণবীর কাপুরের কাছেই ফিরে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন?
বিষয়টা এখন অনেকটা দীপিকা আর রণবীরের প্রেম কাহিনী যেন শেষ হয়েই হলো না শেষ। ঘুরে ফিরে আবারও আলোচনায় ফিরে এলো বলিউপাড়ার তাদের প্রেমের গল্প!
বিচ্ছেদ, মুখ না দেখাদেখি আর কাদা ছোড়াছুড়ি। এসবই এখন পুরনো আলাপ আর জল্পনা। সব জল্পনা ঘুরে এবার একটি নতুন খবর হলো, সম্ভবত প্রেম ফিরে এসেছে রণবীর-দীপিকার।
ক্যাটের আগে দীপিকার সঙ্গেই বেশ জোরালো প্রেমে মজেছিলেন রণবীর। সেই পুরনো প্রেম কি সত্যিই ফিরে এলো? তা, না হলে খামোখা রণবীর কাপুরের বাংলোয় একান্তে সময় কাটাতে যাবেন কেন দীপিকা পাড়ুকোন? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
সম্প্রতি এক সন্ধ্যায় রণবীরের ফ্ল্যাটেই দেখা গেছে দীপিকাকে। বেশ চুটিয়ে আড্ডা আর গল্পও করেছেন দুজনই। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, দীপিকার গন্তব্য এখন শ্রীলঙ্কা। ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যাবেন তিনি। তার আগে মুম্বাইতে এই বিশ্রাম।
সদ্য ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীরের। সেই দুঃখই কি প্রাক্তনীর সঙ্গে শেয়ার করলেন রণবীর? নাকি পুরনো প্রেমে জোড়া লাগছে ফের? এসব প্রশ্ন এখন বলিউডজুড়েই বেশ উচ্চারিত হচ্ছে।
২০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন