রবিবার, ২০ মার্চ, ২০১৬, ০৪:৫২:৪৫

মারা গেছেন চিত্রনায়িকা দিতি

মারা গেছেন চিত্রনায়িকা দিতি

বিনোদন ডেস্ক : ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়িকা দিতি।  আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।  সর্বশেষ তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালেই ভর্তি ছিলেন।  সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  এ খবর নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার।

 

মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইইউ)তে অবস্থান করছিলেন দিতি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন দিতির দুই সন্তান। 

 

দিতির মৃতদেহ এখনো আইসিইউতেই রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. সাগুফতা। স্বজনদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

 

এর আগে কেমোথেরাপির পর দিতির আবার শারীরিক সমস্যা বেড়ে যায়।  দিতির মেয়ে লামিয়া এর আগে বলেছিলেন, কেমোথেরাপি নেয়ার পর নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এ ব্যাপারে চিকিৎসকরা কিছুটা ধারণা দিয়েছেন।

তিনি বলেন, তবে মা’র সমস্যা একটু বেশিই মনে হচ্ছে।  খুব শিগগিরই মাকে আবার হাসপাতালে ভর্তি করাতে হবে।  শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আবার চেন্নাই নিয়ে যাব।  

লামিয়া বলেন, মাকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব চেষ্টা করছি।  মা’র ভালো খবরগুলো সবাইকে জানাতে চাই।  এ কারণেই গণমাধ্যম থেকে একটু দূরে থাকতে চাচ্ছি।  সবাই মা’র জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ভারতের চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।  এর আগে তনি ঢাকায় অসুস্থ হয়ে পড়েন।  তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল।

২০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে