বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার।
গত বছরের মাঝামাঝি সময়ে মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে দিতির। তখন চিকিৎসার জন্য তাকে ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দফা চিকিৎসা শেষে রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ‘পারকিনসন’ রোগে আক্রান্ত হন দিতি।
চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, এ রোগ থেকে কোনোদিনই মুক্ত হবেন না দিতি। চিকিৎসকদের এমন ধারণায় ৮ জানুয়ারি দেশে ফিরিয়ে আনা হয় দিতিকে। এরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ৮ জানুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে টানা তিন মাস ক্যানসার চিকিৎসার পর দেশে ফিরিয়ে এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
দিতির মেয়ে লামিয়া এর আগে বলেছিলেন, কেমোথেরাপি নেয়ার পর নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এ ব্যাপারে চিকিৎসকরা কিছুটা ধারণা দিয়েছেন। মা’র সমস্যা একটু বেশিই মনে হচ্ছে।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম