রবিবার, ২০ মার্চ, ২০১৬, ০৫:৪৬:০৯

দিতির শেষ নাটক

দিতির শেষ নাটক

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অভিনেত্রী পারভিন সুলতানা দিতি মারা গেছেন।  রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আশির দশকের জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়মিতই ছোট পর্দায় অভিনয় করতে দেখা গেছে।  দিতির অভিনয় করা শেষ ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’।  

রুদ্র মাহফুজের রচনায় নাটকটি নির্মাণ করছেন বি ইউ শুভ।  অভিনয় করেছেন একঝাঁক প্রতিষ্ঠিত ও উদীয়মান তারকা।  

তাদের মধ্যে অপুর্ব, শহিদুজ্জামান সেলিম, নিরব, নাঈম, শর্মিলী আহমেদ, অরুনা বিশ্বাস, করভী মিজান, রুমা, ইমি, হীরা, তমালিকা কর্মকার, নাজিরা আহমেদ মৌ, নেহা, তানহা তাসনিয়া, তিথি কবির, সারাফী প্রেমা, নাহিদ, সোহেল, রিগ্যাল, তানভিরুল, সাঈফ চন্দন উল্লেখযোগ্য।

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে দিতির।  তখন চিকিৎসার জন্য তাকে ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে তিন দফা চিকিৎসা শেষে রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ‘পারকিনসন’ রোগে আক্রান্ত হন দিতি।

ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালের চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, এ রোগ থেকে কোনোদিনই মুক্ত হবেন না দিতি।  চিকিৎসকদের এমন ধারণায় ৮ জানুয়ারি দেশে ফিরিয়ে আনা হয় দিতিকে।  সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসাধীন ছিলেন।  এরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।  সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিতি।  
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে