বিনোদন ডেস্ক : কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, পাকিস্তানি ছবিতে হাতেখড়ি হতে চলেছে বলিউড অভিনেত্রী এবং ছোট নবাব সাইফ আলি খানের স্ত্রী কারিনা কাপুর। কিন্তু, সে গুজবে এবার জল ঢাললেন কারিনা নিজেই। জানালেন, সমস্ত গুজব ভিত্তিহীন।
শোনা যাচ্ছিল, পাক পরিচালক শোয়েব মনসুরের পরবর্তী ছবির হাত ধরেই নাকি পাকিস্তান চলচ্চিত্র জগতে পা রাখতে যাচ্ছেন কারিনা। গুজব এতদূর গড়ায় যে, শোনা যায় মনসুরের সঙ্গে কথা বলতে দুবাই যান কারিনা। সেখানেই তারা ছবির বিষয়ে কথাবার্তা সারেন।
কিন্তু, সমস্ত জল্পনা উড়িয়ে কারিনা জানান, বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি কি অ্যান্ড কায়ের প্রোমোশন নিয়ে। আর বাল্কি পরিচালিত এই ছবিতে কারিনার বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। আগামী ১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
২০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই