রবিবার, ২০ মার্চ, ২০১৬, ০৮:৩৯:৩৪

দিতির মৃত্যুতে শাকিব খান-সুবর্ণা মোস্তফা যা বললেন

দিতির মৃত্যুতে শাকিব খান-সুবর্ণা মোস্তফা যা বললেন

বিনোদন ডেস্ক : প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ চলচ্চিত্র এবং টিভি নাটকে দাপটের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সহ-অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা শোক প্রকাশ করে তার ফেইসবুকে পোস্ট করেছেন দিতির সঙ্গে অভিনীত টেলিফিল্ম 'গেস্ট হাউস'-এর ইউটিউব লিঙ্ক। সঙ্গে লিখেছেন, 'দিতিকে স্মরণ করছি। শুটিং চলাকালীন কতো মজাই না হতো! শান্তিতে ঘুমাও আমার অপরূপা বন্ধু।'

যৌথ প্রযোজনার সিনেমা 'শিকারী'র শুটিং-এ কলকাতায় অবস্থান করছেন অভিনেতা শাকিব খান। ফেইসবুকে তিনি লেখেন, 'অভিনেত্রী পারভিন সুলতানা দিতি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।'

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে দিতির।  তখন চিকিৎসার জন্য তাকে ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে তিন দফা চিকিৎসা শেষে রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ‘পারকিনসন’ রোগে আক্রান্ত হন দিতি।

ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালের চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, এ রোগ থেকে কোনোদিনই মুক্ত হবেন না দিতি।  চিকিৎসকদের এমন ধারণায় ৮ জানুয়ারি দেশে ফিরিয়ে আনা হয় দিতিকে।  সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসাধীন ছিলেন।  এরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।  সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিতি।
২০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে