বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অভিনেত্রী পারভিন সুলতানা দিতি রোববার বিকেল ৪টা ৫ মিনিটে মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সর্বশেষ খবর অনুযায়ী, আজ রাত বাদ এশা রাত আটটায় গুলশান আজাদ মসজিদে দিতির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ফের তাকে হাসপাতালের হিমাগারেই রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা জানিয়েছেন, সকাল আটটা সাড়ে আটটার মধ্যে স্বজনদের উদ্দেশ্যে দিতিকে তার গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সকাল দশটা সাড়ে দশটার মধ্যে দিতিকে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হবে।
দিতির শেষ ইচ্ছা অনুযায়ী তার মা ও দাদির কবরের পাশেই সমাহিত করা হবে। এ কথা জানিয়েছেন ডা. সাগুফতা।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম