রবিবার, ২০ মার্চ, ২০১৬, ১০:০১:৩৭

দিতিকে একনজর দেখতে হাসপাতালে শোকার্ত স্বজন-মিডিয়াকর্মীদের ভিড়

দিতিকে একনজর দেখতে হাসপাতালে শোকার্ত স্বজন-মিডিয়াকর্মীদের ভিড়

জহিরুল ইসলাম : দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়িকা দিতি। আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। সর্বশেষ তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালেই ভর্তি ছিলেন। আর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিতির  মৃত্যুর খবরে চলচ্চিত্রঅঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দিতিকে এক নজর দেখার জন্য দীর্ঘদিনের সহকর্মীরা হাসপাতালে ছুটে যান।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন, ববিতা, মৌসুমী, সুবর্না মুস্তাফা, সুব্রত, অরুনা বিশ্বাস, ওমর সানী, মিশা সওদাগর, আরিফ খান, চয়নিকা চৌধুরী, বাধঁন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এসএহক অলিক প্রমুখ। সহকর্মীদের অশ্রুসিক্ত নয়নে মুর্হুতেই হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।

রোববার বাদ এশা গুলশান আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে দিতির পৈতৃক বাড়ি নারায়নগঞ্জের সোনারগাঁও তার দাফন সম্পন্ন হবে।

আজ রোববার বাদ এশা রাত আটটায় গুলশান আজাদ মসজিদে দিতির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফের তাকে হাসপাতালের হিমাগারেই রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা জানিয়েছেন, আগামী কাল সোমবার সকাল আটটা সাড়ে আটটার মধ্যে স্বজনদের উদ্দেশ্যে দিতিকে তার গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সকাল দশটা সাড়ে দশটার মধ্যে দিতিকে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হবে।

দিতির শেষ ইচ্ছা অনুযায়ী তার মা ও দাদির কবরের পাশেই সমাহিত করা হবে।  এ কথা জানিয়েছেন ডা. সাগুফতা।

উল্লেখ্য, মস্তিষ্কে ক্যানসার আক্রান্ত হওয়ায় গত ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি এ অভিনেত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। দিতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিউরো সেন্টার বিভাগের পরিচালক সৈয়দ সায়ীদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
২০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে