বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৩:১৯

আবারো শুরু হচ্ছে ‘মুখ ও মুখোশ’

আবারো শুরু হচ্ছে ‘মুখ ও মুখোশ’

বিনোদন ডেস্ক : ‘মুখ ও মুখোশ’ সিনেমা দিয়ে শুরু হয়েছিলো ঢাকাই সিনেমার যাত্রা। সে ইতিহাস। তবে একই নামে আরো একটি ছবি নির্মাণ হতে যাচ্ছে। আর সেটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা গোলাম মোস্তফা শিমুল।

তবে এটি সেই ‘মুখ ও মুখোশ’র রিমেক হচ্ছে না। তিনি শুধু ওই ছবির নামটি ব্যবহার করছেন। তিনি জানান, মূলত প্রেম ও রাজনীতিকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘মুখ ও মুখোশ’র গল্প।

গল্প সম্পর্কে তিনি জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেখা হয় দু’জন তরুণ-তরুণীর। নানা ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। অক্টোবরে চলচ্চিত্রটি শুটিং ফ্লোরে যাবে।

চলচ্চিত্রটির নায়িকা চরিত্রে দেখা যাবে দীপান্বিতা হালদারকে। এর আগে কথাসাহিত্যক মাহমুদুল হকের ‘মাটির জাহাজ’ উপন্যাস অবলম্বনে বেলাল আহমেদের পরিচালনায় ‘অনিশ্চিত যাত্রা’ চলচ্চিত্রে বড়পর্দায় অভিষেক ঘটে তার।

দীপান্বিতার বিপরীতে অভিনয় করবেন কাজী রাজু। ৬ অক্টোবর থেকে নোয়াখালী, নওগাঁ, খুলনা যশোর ও ঢাকার বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে ‘মুখ ও মুখোশ’র।

আগামী বছরের শুরুতেই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান গোলাম মোস্তফা শিমুল।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে