সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০১:৩৯:১৭

কঙ্গনার বিরুদ্ধে হৃত্বিককে উসকে দিলেন কে? উত্তরে চমকে যাবেন..

কঙ্গনার বিরুদ্ধে হৃত্বিককে উসকে দিলেন কে? উত্তরে চমকে যাবেন..

বিনোদন ডেস্ক : ‘কৃশ ৩’-র শ্যুটিংয়ের সময়েই হৃত্বিক এবং কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্ক জমে উঠেছিল, সে কথা এখন আর গোপন নয়। হৃত্বিকের বিবাহবিচ্ছেদের পরে তা প্রথমে আরও গাঢ় হয়। বর্তমানে অবশ্য সেই প্রেম কী অবস্থায় রয়েছে, তা বলা বাহুল্য। খবর ভারতীয় বাংলা মিডিয়া এইবেলা’র।

এই অবস্থায় হৃত্বিক রোশন যে আইনি নোটিস কঙ্গনাকে পাঠিয়েছেন, তার নেপথ্যে কে রয়েছেন, সেই প্রশ্ন উঠেছিল। এবং বলিউডের গুঞ্জন চুঁইয়ে যে উত্তর বেরিয়ে আসছে, তাতে অনেকেই অবাক। তার নাম, রাকেশ রোশন! হৃত্বিকের বাবা!

জানা গিয়েছে, একটি অ্যাওয়ার্ড ফাংশনে হৃত্বিক-কঙ্গনা প্রসঙ্গে প্রশ্ন করা হয় রাকেশ রোশনকে। এতেই চটে যান তিনি। জানা গিয়েছে, এর পরে তিনি হৃত্বিককে বলে দেন কঙ্গনাকে আইনি নোটিস পাঠাতে। এর পরে পুরো বিষয়টি নিজের হাতে নিয়ে নেন হৃত্বিক।

কী করেছিলেন তিনি? একটি সাক্ষাৎকারে কঙ্গনা একজন ‘‘সিলি এক্স’’-এর কথা বলেছিলেন। কে এই ‘‘সিলি এক্স’’, তা নিয়ে শোরগোল পড়ে যায়। শোনা যাচ্ছে, হৃত্বিক সেই রাতেই কঙ্গনাকে ফোন করেছিলেন। কঙ্গনাকে বলেছিলেন তার অবস্থান স্পষ্ট করতে। নইলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দেন। বাবা রাকেশের সঙ্গে আইনি পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন। রাকেশ নাকি ছেলে বলেন, আইনি পথে এগোতে।  
 
২১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে