সোমবার, ২১ মার্চ, ২০১৬, ১০:৩২:৩৬

দিতির যে ইচ্ছেটি পুরণ হলো না

দিতির যে ইচ্ছেটি পুরণ হলো না

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও মৌসুমী। তারা দুই জনই বাংলাদেশের অভিনয় জগতের অত্যন্ত গুণী ও জনপ্রিয় অভিনেত্রী। তাদের একজন দিতি আজ আর নেই। তবে দিতির সাথে অনেক স্মৃতিই রয়ে গেছে মৌসুমীর।

দিতির মৃত্যুতে মৌসুমী সেই সব স্মৃতি হাতড়ে বললেন অনেক কথাই। জানালেন তিনি দিতি কেমন ছিলেন। বলেছেন তার সংগ্রামের কথা। এবং শেষ কবে দিতির সাথে তার কথা হয়েছিল।

মৌসুমী বলেন, ফেসবুকে তার অসুস্থতার খবর পেয়েছিলাম প্রথম। দেখে খুব খারাপ লেগেছিল। হাস্যোজ্জ্বল দিতি আপাকে দেখেছি সব সময়। খুব আপন মানুষ ছিলেন আমার।

তিনি বলেন, আমি দিতি আপার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ছেলেমেয়েদের জন্য অনেক কষ্ট করেছেন। শেষবার যখন কথা হয়, তখন আমি সিনেমার কাজে লন্ডনে। ভিডিও কলে কথা হয়েছিল আমাদের।

মৌসুমী বলেন, দিতি আপা আমাকে একটি নাটকের গল্প শুনিয়েছিলেন। তার ইচ্ছে ছিল আমাকে নিয়ে নাটক বানানোর। আমারও আগ্রহ ছিল। কিন্তু সময় হয়ে ওঠেনি। এর মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে চলে গেলেন মাদ্রাজ। এরপর আর দেখা হয়নি। সূত্র : প্রথম আলো
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে