বিনোদন ডেস্ক : জীবনের অনেকটা সময় কেটেছে এফডিসিতে। পেশাগত জীবনে দিতি কাটিয়েছেন এখানে হাস্যোজ্জ্বল মুখ। তিনি সেখানে গিয়েছিলেন, হেসেছিলেন, হাসিয়েছিলেন। আর আজ তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, কাঁদবেন তার সহকর্মীরা। কান্না ভেজা চোখে তাকে শেষ বিদায় জানাবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
জানা গেছে, এখন দিতির মৃত দেহ নিয়ে যাওয়া হয়েছে এফডিসির সেই রঙিন আঙ্গিনায়। সেখানে তিনি শুয়ে আছেন নিস্তব্ধ, নিথর, নিষ্প্রাণ হয়ে। আজ সকালে হাসপাতালের হিমগর থেকে বের করে গুলশানস্থ নিজ বাসার পাশে নামাজে জানাজা শেষে চিত্রনায়িকা ও নির্মাতা দিতির মরদেহ এখন আনা হয়েছে এফডিসিতে।
এখানে দারুণ শোকে কাতর তার দীর্ঘদিনের সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এরপর জানাজা শেষে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
সেখানে আরেকটি জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে রোববার বিকালে পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা পারভিন সুলতানা দিতি।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন