সোমবার, ২১ মার্চ, ২০১৬, ১২:১৭:৪৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিতির মরদেহ, বাবা-মায়ের পাশে বাদ জোহর দাফন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিতির মরদেহ, বাবা-মায়ের পাশে বাদ জোহর দাফন

বিনোদন ডেস্ক : প্রথমে গুলশানে অভিনেত্রী ও নির্মাতা দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল এফডিসিতে। সেখানে শ্রদ্ধা ও জানাজা শেষে তার মৃত দেহ এখন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সোনারগাঁও তার জন্মস্থান, এখানেই তিনি বেড়ে উঠেছেন। এখানে বাদ জোহর তার তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের পাশেই তাকে দাফন করা হবে।

এর আগে আজ সকাল সোয়া ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের সামনে মরহুমার স্বজন, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানানো শেষে একটি জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনেতা আলমগীর, ওমর সানী, অভিনেত্রী চম্পা, বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে রোববার বিকালে পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা পারভিন সুলতানা দিতি।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে