বিনোদন ডেস্ক : ভারতের চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ খরচের ছবি ‘বাহুবলী’। এসএস রাজামৌলি পরিচালিত ছবিটির নির্মাণ বাবদ খরচ হয়েছিল ১৫০ কোটি টাকা। যা ছিলো চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে দারুণ আলোচ্য বিষয়।
এদিকে এবার এই ছবির ইতিহাস ভেঙে দিতে নির্মাণ হচ্ছে ‘রোবট-টু’। এ ছবির বাজেট ৩৫০ কোটি টাকা। যা ভারতের ইতিহাসে বিরল। আর এই বিরল ঘটনাটি ঘটাচ্ছেন পরিচালক এস শঙ্কর।
এদিকে এ ছবিতে রয়েছেন দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত, বলিউডের অক্ষয় কুমার। এবার তার সাথে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন।
২০১০ সালে এস শঙ্কর নির্মাণ করেছিলেন ‘রোবট’। রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তামিল ও হিন্দি ভার্সনে খুবই জনপ্রিয়তা পায় এই ছবি। ছবিতে নায়ক ও ভিলেনের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
দীর্ঘ ছ’বছর পর ফের রজনীকান্তকে নিয়েই তৈরি হতে যাচ্ছে ‘রোবট’-এর সিক্যুয়েল। যদিও এই ছবিতে ভিলেন চরিত্রে এবার অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। কিন্তু অমিতাভ কোন ভূমিকায় অভিনয় করবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন