সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০১:৪৫:৩২

শেষ বিদায়ের আগে যা বললেন দিতির মেয়ে লামিয়া

শেষ বিদায়ের আগে যা বললেন দিতির মেয়ে লামিয়া

বিনোদন ডেস্ক : এফডিসিতে অভিনেত্রী দিতির দ্বিতীয় জানাজা শুরুর আগে তার মেয়ে লামিয়া চৌধুরী বলেছেন, ‘কাজের প্রতি মায়ের অন্যরকম ঝোক ছিল। চলচ্চিত্রের মানুষের প্রতি যে ভালোবাসা মায়ের ছিল, তা বলে বোঝানো সম্ভব নয়। এমন হয়েছে, মা অসুস্থ অবস্থায় কাজ করতে চাইত।

তিনি বলেন, ‘মা অসুস্থ হওয়ার পরেও একবার সারাদিন এফডিসিতে ছিল। অসুস্থতার বিষয়টি কাউকে বুঝতে দেয়নি। আমি পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থাতে (বিএফডিসি) পারভীন সুলতানা দিতির দ্বিতীয় নামাজে জানাজার আগে কথাগুলো বলেন তিনি। সোমবার (২১ মার্চ) সকাল সোয়া ১০টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে এ জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেতা আলমগীর, ওমর সানী, হেলাল খান, মিজু আহমেদ, রুবেল, অভিনেত্রী চম্পা, নাসরিন, সংগীতশিল্পী মনির খান, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণসহ অনেকে।

এরপর লাশ মরহুমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‍নিয়ে যাওয়া হহয় তার মৃতদেহ। বাদ জোহর শেষ জানাজার পর দিতিকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হবে।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে