বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে নিয়ে পাকিস্তানি মিডিয়াতে চলছে তোপাড়। নানা সমালোচনা করে দেশটির সংবাদ মাধ্যমগুলো সংবাদ পরিবেশন করছে। এ নিয়ে পাকিস্তানজুড়েই কারিনাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।
সম্প্রতি কারিনা কাপুর খান পাকিস্তানি একটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন পাকিস্তানি ছবিতে কখনোই অভিনয করব না। আগেও এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এখনও দিচ্ছি।
মূলত এমন কথা বলার পর থেকেই ওই দেশটিতে তাকে নিয়ে হৈ চৈ শুরু হয়। শুরু হয় নানা সমালোচনা। তবে পাকিস্তানের অমন সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না বলিউড বেগম কারিনা কাপুর খান।
জানা গেছে, পাকিস্তানি নির্মাতা শোয়েব মনসুর কারিনাকে তার ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব করেন। কিন্তু কারিনা সম্মানের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পাকিস্তানি ছবিতে অভিনয়ের কোন ধরনের ইচ্ছে নেই বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।
এ বিষয়ে কারিনা মিডিয়াকে বলেন, পাকিস্তানি ছবির তথাকথিত লোভনীয় প্রস্তাব আগেও পেয়েছি। আবারও পেয়েছি সম্প্রতি। তবে পাকিস্তানি ছবির প্রতি আগ্রহ নেই আমার। এমনকি পাকিস্তানি ছবি আমি দেখিওনি তেমন একটা। এর মানে এই নয় যে আমি অশ্রদ্ধা করছি তাদের ছবিকে। এটা কেবল আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলিউড নিয়েই হ্যাপি। পাকিস্তানি ছবিতে অভিনয় কখনই করবো না।
এদিকে কারিনার এমন বক্তব্যকে কেন্দ্র করে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে পাকিস্তানি মিডিয়া। কারিনার সমালোচনা করে বেশ কিছু সংবাদ প্রচার করেছে সেখানকার কয়েকটি পত্রিকা।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন