সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৩:৩৯:৪১

‘বাহুবলী’ প্রভাসের আকাশছোঁয়া চাহিদা

‘বাহুবলী’ প্রভাসের আকাশছোঁয়া চাহিদা

বিনোদন ডেস্ক : দক্ষিণী ছবির নায়ক প্রভাস। তিনি আগের থেকেই তারকা। তবে তার তারকা খ্যাতিকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভারতে ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘বাহুবলী’। মূলত এ ছবির সাফল্যের পর থেকে এই অভিনেতার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। তাই তার চাহিদাও এখন তুঙ্গে।

প্রভাস সদ্যবিবাহিত। ফলে, অনেকেই প্রথমে তার ঊর্ধ্বমুখী চাহিদার কথা ভেবে মনে করেছিলেন, পাত্রীর বাবারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন প্রভাসের বাড়ির সামনে। কিন্তু খবর সেটাও নয়।

এবার মনে করুন ‘বাহুবলী’-র প্রথম দৃশ্যগুলি। প্রভাসের অ্যাপিয়ারেন্স। দ্রুতগতিতে দৌড়, পাহাড় চড়া অনায়াসে, কাঁধে বিশাল শিবলিঙ্গ তুলে অক্লেশে হেঁটে যাওয়া এদিক থেকে ওদিক।

এই সব কীর্তি দেখার পরে ‘বাহুবলী’ প্রভাসকে অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর রিয়্যালিটি শো-এর বিচারক হওয়ার জন্য প্রস্তাব পাঠাতে শুরু করেছে একাধিক চ্যানেল।

প্রভাস অবশ্য বরাবর অত্যন্ত লো-প্রোফাইল রেখে চলেন। এ নিয়ে তার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তিনি এখন ‘‘বাহুবলী ২’’-র শ্যুটিং করছেন।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে