বিনোদন ডেস্ক : ‘ভালোবাসা যত বড়/জীবন তত বড় নয়’ জনপ্রিয় এই গানটির সাথে অভিনয় করেছিলেন বাংলাদেশের গুণী অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। এই গানের কথার মতোই আজ তার জীবনে ঘটেছে। সত্যি, জীবন তত বড় নয়। আর তাই তো এ অবলেয়া সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
আর নতুন করে তাকে দেখা যাবে না কোন ছবিতে বা নাটকে। নতুন কোন গানের সাথে দেখা যাবে না তাকে আর অভিনয় করতে। যে দেশে তিনি গিয়েছেন, সেখান থেকে যে কেউ আর কখনোই ফিরে আসেন না। তিনিও আসবেন না। ফিরবেন না তার প্রিয় এফডিসিতে। আসবেন না আর নাটক পাড়ায়। নতুন কিছু করার চিন্তায়ও তিনি আর মগ্ন হবেন না।
দিতি নেই! এমন কথাটাও আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অনেকের। এ যেন স্বপ্নের মতোই। অনেকের কাছে দিতির মৃত্যুটা যেন একটা দুঃস্বপ্নের মতো। হয় তো এই দুঃস্বপ্ন ভাঙতেই দিতি আবারও ফিরে আসবেন!
না। তিনি সত্যি সত্যি আর ফিরবেন না। কাড়ি কাড়ি স্মৃতি চিহ্ন রেখে তিনি চীর দিনের জন্যই হারিয়ে গিয়েছেন। শায়িত হয়েছেন তিনি তার বাবা-মায়ের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।
ক্যান্সার আক্রান্ত দিতি দীর্ঘ ৮ মাস যুদ্ধ করে রোববার বিকেলে তিনি মরণব্যাধি এই ক্যান্সারের কাছে হার মানেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছাঁয়া।
দিতি তার জীবদ্দশায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয়ে করেছেন। সেসব ছবি দিয়ে তিনি জয় করে নিয়েছেন বাংলাদেশের কোটি কোটি দর্শকের হৃদয়। আস্থার প্রতীক ছিলেন এদেশের গুণী গুণী সব নির্মাতার।
ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী, জাফর ইকবাল, আফজাল হোসেন, মান্না সহ অনেকের সঙ্গেই তিনি জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। উপহার দিয়ে অসংখ্য ব্যবসা সফল জনপ্রিয় চলচ্চিত্র।
এছাড়া দিতি অভিনীত অনেক ছবির গানই পেয়েছিলো দারুণ জনপ্রিয়তা। যা এখনও বাংলাদেশের মানুষের কাছে দারুণ জনপ্রিয়। তেমন জনপ্রিয় দশটি গানের কথা তুলে ধরা হলো দিতির ভক্তদের জন্য।
১। ভালোবাসা যত বড়/ জীবন তত বড় নয়। ২। কত যে তোমাকে ভেসেছি ভালো। ৩। তুমি আজ কথা দিয়েছো। ৪। আজ বড় সুখে/ দুটি চোখে জল এসে যায় । ৫। তুমি একটা দোকাবাজ। ৬। আমি একদিন তোমায় না দেখিলে। ৭। তুমি আমার আমি তোমার। ৮। আমার রাত কাটে না..। ৯। তুমি নাই কিছু নাই..। ১০। পেয়ে গেছি আমি আজ..।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন