সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৬:১৫:১৬

রাতের আঁধারে রাবিনা ট্যান্ডনের বোনের সাথে দেখা করেন আফ্রিদি!

রাতের আঁধারে রাবিনা ট্যান্ডনের বোনের সাথে দেখা করেন আফ্রিদি!

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল ও অভিনেত্রী আরশি খান এতোদিন দাবী করে আসছেন তার সাথে পাকিস্তান ক্রিকেট অধিনায়ক আফ্রিদির সাথে সম্পর্ক রয়েছে। এমন কি তিনি আফ্রিদির সন্তানের মা-ও হতে চলেছন বলে দাবী করেছেন।

এমন ঘটনা নিয়ে যখন ভারত ও পাকিস্তানের সমানতালে আলোচনা ও সমালোচনা চলছে, তখন আফ্রিদির বিরুদ্ধে উঠেছে আরও এক অভিযোগ। আর সে অভিযোগ করেছেন পাকিস্তানেরই এক মন্ত্রী। যা নিয়ে দেশটির সংবাদ মাধ্যমে হৈ চৈ পড়ে গিয়েছে।

এদিকে পাকিস্তানে আফ্রিদিকে ‘বুম বুম আফ্রিদি’ বলে ডাকা হয়। পাকিস্তানের মানুষের অজস্র ভালবাসা পেয়েই আজ শাহিদ আফ্রিদি হয়েছেন তিনি। কিন্তু, তিনি যদি বলেন, পাকিস্তানে ভালবাসা পান না তিনি। যত ভালবাসা সব পান ভারত থেকে। তাহলে আর কিছু করার নেই। ভারতে গিয়ে কার সঙ্গে কী করে আসেন, তার কোনও ঠিক ঠিকানা নেই। পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির বিরুদ্ধে এভাবেই আক্রমণত্মক লেখা লেখি হচ্ছে পাকিস্তানের গণমাধ্যমে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকরে আফ্রিদির বিরুদ্ধে তীব্র আক্রমণত্মক মন্তব্য করেছেন পাকিস্তানের এক মন্ত্রী। তার অভিযোগ, ভারতে গিয়ে আফ্রিদি বলছেন, সেখানে তিনি নাকি অগাধ ভালবাসা পেয়েছেন। শুধু তাই নয়, রাতের অন্ধকারে অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের বোনের সঙ্গে দেখা করেন তিনি। পাকিস্তানে তার বাড়িতে যদি আফ্রিদি ভালবাসা না পান, তাহলে তাতে কার কী করার আছে।

এদিকে এমন অভিযোগের পর প্রশ্ন উঠেছে যে, অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের কোনও বোনই যেখানে নেই, সেখানে কি করে আফ্রিদি তার সঙ্গে দেখা করলেন? যদিও, সেই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি পাকস্তানি সংবাদমাধ্যমের কাছ থেকে।

উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপ খেলেতে ভারতে আসার পরই আফ্রিদি জানিয়েছিলেন, ভারতে যে ভালবাসা পাচ্ছেন, সেই ভালবাসা পাকিস্তানে কখনও পাননি। আর আফ্রিদির ওই মন্তব্যের পরই লাহৌরের এক আইনজীবী তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান।

এছাড়া পাকিস্তানের ওই মন্ত্রী অভিযোগ করেন,  ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্যই নাকি আফ্রিদির ভারত প্রেম। পাকিস্তানের মানুষকে ছোট করতেই আফ্রিদি ওই ধরণের মন্তব্য বার বার করছেন বলেও অভিযোগ করেন পাকিস্তানের ওই মন্ত্রী।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে