সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৭:৪৯:০৯

অভিষেক বচ্চনকে ব্যঙ্গ করে টুইটারে হাসি তামাশা

অভিষেক বচ্চনকে ব্যঙ্গ করে টুইটারে হাসি তামাশা

বিনোদন ডেস্ক : বচ্চনপুত্র হয়েও তার হিট ছবির সংখ্যা হাতে গোনা। বাবা সত্তরের কোঠায় দাঁড়িয়েও বলিউডে যেকোনো হিরোর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন, স্ত্রী ঐশ্বরিয়াও কামব্যাকের পর এখন বেশ ব্যস্ত, তবে জুনিয়র বচ্চন ব্যস্ত কবাডি, খেলাধূলা নিয়ে। হলই বা... তাই বলে, তাকে নিয়ে টুইটারে এভাবে তামাশা হবে, তা বোধহয় ভাবতেও পারেননি অভিষেক বচ্চন।

শনিবার ইডেনে ভারত-পাক ম্যাচে ধোনিবাহিনীর হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন বিভিন্ন জগতের একঝাঁক তারকা। অমিতাভের পাশাপাশি দেখা গিয়েছে শচীন টেন্ডুলকার, মুকেশ আম্বানি, অভিষেক বচ্চন, আফতাব শিবদাসানিকে। সেই ঘটনা নিয়ে স্ট্যান্ড আপ কমেডিয়ান করণ তলওয়ার, যিনি টুইটারে খ্যাত @MainBhiEngineer নামে, তার ব্যঙ্গ টুইটেই ঘটনার সূত্রপাত।

তিনি লেখেন, 'স্টেডিয়ামে যাত তারকা উপস্থীত ছিলেন তাদের মধ্যে সবচেয়ে কম পরিচিত তারকা হিসেবে শুধু অভিষেক বচ্চনই, সেজন্য নিজে টাকা দিয়ে আফতাব শিবদাসানির থেকে অভিষেকের জন্য টিকিট কেটেছেন অমিতাভ। যাতে অভিষেককে স্টেডিয়ামে সবথেকে স্বল্প পরিচিত সেলিব্রিটি বলে মনে না-হয়।’

এই টুইট নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় হৈচৈ চরমে, তখন চটে গিয়ে পাল্টা জবাব দেন জুনিয়র বচ্চনও। পাল্টা টুইট করে তিনি বলেন, ‘যাক। আপনি অন্তত আমাকে টুইট করার যোগ্য হিসেবে মনে করেছেন।’

সঙ্গে সঙ্গে ধেয়ে এসেছে পাল্টা জবাব— ‘একটি কেন, আপনি ১০ লক্ষ টুইটের যোগ্য। কিন্তু আমার মূল্যবান তিন ঘণ্টা এবং ৩০০ টাকার যোগ্য নন।’ সঙ্গে সঙ্গে অভিষেকের প্রত্যুত্তর— ‘১০ লক্ষ টুইট করতে তিন ঘণ্টার বেশি সময় এবং ৩০০ টাকার বেশি খরচ হবে। অঙ্কটা একটু ঠিক করে নিন।’

অভিষেকের চূড়ান্ত ফ্লপ ফিল্ম দ্রোণের প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে ওই টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, 'আপনি আমার থেকে যুক্তি, বুদ্ধি আশা করতে পারেন। কারণ আমি 'দ্রোণ' নামে কোনও ফিল্ম নই।'

কি ভাবছেন, এখানেই শেষ? তাহলে অভিষেকের উত্তর শুনুন— অভিষেক লেখেন, ‘আপনি দ্রোণ হতে যাবেন কেন? আপনি তো ম্যাঁয়ভিইঞ্জিনিয়ার। এতেই তো মেধা এবং যুক্তি বোঝা যায়। ধন্যবাদ।’
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে