সোমবার, ২১ মার্চ, ২০১৬, ১০:৩৯:০৭

২০ বছর পর সেই পরিচালকের সাথে নতুন চমক নিয়ে মুন্নাভাই

২০ বছর পর সেই পরিচালকের সাথে নতুন চমক নিয়ে মুন্নাভাই

বিনোদন ডেস্ক : গত মাসে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তারপর থেকেই সঞ্জয়কে নিয়ে চলছে নানা জল্পনা। কোন ছবিতে প্রথম দেখা যাবে সঞ্জয় দত্তকে? সূত্রের খবর, যদি সব কিছু ঠিকঠাক চলে, তবে সুভাষ ঘাইয়ের পরবর্তী সিনেমা দিয়েই রুপোলি পর্দায় ফেরত আসছেন সঞ্জয় দত্ত।

শেষ বার এই জুটিকে এক সঙ্গে দেখা গিয়েছিল 'খলনায়ক' সিনেমায়। যা দু' জনের ক্যারিয়ারেই অন্যতম বড় হিট। সেটা ছিল ১৯৯৩ সাল। এর পর থেকে আর কোনো ছবিতে এঁরা এক সঙ্গে কাজ করেননি। বছর খানেক আগে একটি ছবি তৈরির পরিকল্পনা করেন পরিচালক সুভাষ ঘাই যেখানে তিনি সঞ্জয় দত্তকে কাস্ট করতে চেয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক, তা আর বাস্তবের মুখ দেখেনি। তবুও হাল ছাড়েননি সুভাষ।

শেষ পর্যন্ত পরিস্থিতি তৈরি হল। জানা গিয়েছে দু'জনেই এ নিয়ে দীর্ঘ কথাবার্তা বলেছেন। আপাতত সুভাষ ব্যস্ত রয়েছেন চিত্রনাট্য লেখার কাজে। তিনি জানিয়েছেন, এমন একটি চিত্রনাট্য লেখা হচ্ছে, যাতে সঞ্জয় পুরোপুরি খাপ খেয়ে যাবেন। লেখা শেষ হলেই শ্যুটিং শুরু হবে। সুভাষ ঘাইয়ের শেষ হিট ছবি 'তাল'। সেটাও ১৯৯ সালে। এর পর থেকে বেস কয়েকবার তিনি ছবি বানালেও তা একেবারেই চলেনি।

অন্য দিকে সঞ্জয় দত্ত জেল থেকে বেরিয়ে নতুন ভাবে শুরু করতে চলেছেন। মনে করা হচ্ছে, বেশ বড় প্রোজেক্ট দিয়েই প্রত্যাবর্তন ঘটাতে চাইছেন সঞ্জয়-সুভাষ।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে