মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ১২:০১:৩৬

অবশেষে জানা গেল আরবাজ়-মালাইকার বিচ্ছেদের কারণ

অবশেষে জানা গেল আরবাজ়-মালাইকার বিচ্ছেদের কারণ

বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুতেই শোনা গেছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ়। যদিও কি কারণে ১৮ বছরের সম্পর্কে ইতি টানছেন তারা তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। কিন্তু এই নিয়ে যেন জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছিল, এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন মালাইকা, আর সে কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত। তবে, এতদিন পর অবশেষে সামনে এল এই জুটি ভাঙার আসল কারণ।

জানা গেছে, মালাইকাই নাকি চান এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, বলিউডে আরবাজ় খান সে অর্থে সফল নন। আর তার এই ব্যর্থ ক্যারিয়ারই মেনে নিতে পারেননি মালাইকা। এ ছাড়াও রয়েছে সালমান খানের প্রভাব। আরবাজ় যেটুকুও বা সাফল্য পেয়েছেন জীবনে, তা চাপা পড়ে গেছে সালমানের সাফল্যের নিচে। ফলে বরাবর তাকে থাকতে হয়েছে সালমানের ছত্রছায়ায়। যা স্ত্রী হিসেবে একেবারেই পছন্দ ছিল না মালাইকার।

তাছাড়া, খান পরিবারে মালাইকাকে সবসময়ই একজন আউট সাইডার হিসেবেই দেখা হয়েছে। আরো জানা গেছে, মালাইকার বন্ধুবান্ধব, তার ড্রেসিং স্টাইল, কাজকর্ম নাকি কখনই পছন্দ করতেন না সালমান। আর এসব কারণেই সম্পর্ক থেকে মুক্তি চাইছেন মালাইকা।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে