মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৮:৪২:৫১

গ্রেফতার এড়াতে কি করবেন অভিনেত্রী ঈশানা?

গ্রেফতার এড়াতে কি করবেন অভিনেত্রী ঈশানা?

বিনোদন ডেস্ক : মানহানির এক মামলায় গ্রেফতার হতে পারেন ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ও মডেল-অভিনেত্রী মৌনিতা খান ঈশানা।  তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আদালত।

আদালতে সমন পেয়ে হাজির না হওয়ায় তাকে গ্রেফতারের জন্য আদেশ দেয় আদালত।

২২ মার্চ মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সৃচনা।  অভিনেতা প্রযোজক প্রেম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  এখন কি করবেন ঈশানা?

গ্রেপ্তারের আদেশ জারির খবরে আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন মৌনিতা খান ঈশানা।  আগামীকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ মামলাটিতে আসামি ঈশানার হাজির হওয়ার হওয়ার জন্য দিন ধার্য ছিল। গত ৩ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে বাদী প্রযোজক মারুফ খান প্রেম অভিনেত্রী ঈশানার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগ এনে মানহানির মামলাটি দায়ের করেন।

কিন্তু আজ ঈশানা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।  আসামিকে পুলিশ গ্রেফতার করছে কি করছে না এ মর্মে প্রতিবেদন দাখিলের জন্য ২৭ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, শুটিং সেটে তার অনুপস্থিতে ঈশানা তাকে গালাগালি করেন।  সেইসাথে তার নিজস্ব ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন।  ঈশানার বন্ধুরা তাতে বাজে কমেন্ট করেন।  এতে বাদীর সুনামহানি, সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে