বিনোদন ডেস্ক : অ্যাওয়ার্ড ফাংশনে তাকে সেরকম একটা দেখা যায় না৷ এমনকি তিনি সেরকম কোনো অ্যাওয়ার্ডও পাননা৷ অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপও নেই বলিউডের ‘হ্যান্ডসাম রকি' জন আব্রাহামের৷ কারণ বলিউড পাড়ায় নাকি মুড়ি-মুড়কির মতো হয়ে চলা অ্যাওয়ার্ড ফাংশন। আর তাই তার কাছে এই ফাংশনকে সার্কাস বলেই মনে হয়। জনের মতে, ‘মুম্বাইতে অ্যাওয়ার্ড মানেই সার্কাস আর তিনি নাকি সার্কাসে যান না৷ এবং সেখানে দেয়া অ্যাওয়ার্ড গুলিকে সিরিয়াসলিও নেন না'৷
সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে জনকে নিয়ে ঠাট্টা করেছিলেন সঞ্চালক রীতেশ দেশমুখ ও পরিণীতি চোপড়া৷ ১৫ বছর হয়ে গেলেও এখনো অভিনয় শিখে উঠলেন না জন বলে ব্যঙ্গ করেন তারা৷ অবশ্য সেই সার্কাসকে হাল্কা ছলেই নিয়েছেন জন৷ রীতেশ তার বন্ধু তাই ঠাট্টা ইয়ার্কি নাকি চলতেই পারে৷ শুধু অ্যাওয়ার্ডের সার্কাসে আপত্তি মিস্টার আব্রাহামের৷
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই