বিনোদন ডেস্ক : একেই হয়তো বলে মেঘ না চাইতেই বৃষ্টি। তারকারদের এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকে পুরোদেশ। তারকারা মেঘলা রাতে চাঁদের মত কখনো উঁকি মেরে চলে যান। কিন্তু নারগিশ ফাকরি যা করলেন তা অবিশ্বাস্য মনে হল মুম্বাইয়ের সাধারণ লেকের কাছে। বলিউডের মাদ্রাস কাফে গার্ল নারগিশ একেবারে গোসলের টাওয়াল পড়ে ঘুরলেন মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায়। নারগিশকে এই অবস্থায় দেখে তো চক্ষুচড়ক গাছ পথচারীদের।
আসলে মারাঠি সিনেমা বাঞ্জোর শ্যুটিংয়ের জন্য নারগিশকে এমনভাবে মুম্বাইয়ের রাস্তায় ঘুরতে হল। নিজেই এই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন এই মার্কিন মডেল-অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবিটির নিচে নারগিশ লিখেছেন, এভাবেই স্নানের পোশাকে, চটি পরে মুম্বাইয়ে ঘোরার মজাটাই আলাদা।
নারগিশ অভিনয় করছেন এমন এক চরিত্রে যিনি নিউইয়র্কের এক ডিজে, মুম্বাইয়ে এসেছেন। গত সপ্তাহে দেখা গিয়েছিল সাদা টপ, জিন্সে হেডফোন গলায় দিয়ে। রীতেশ দেশমুখের বিপরীতে এই সিনেমায় নারগিশকে দেখা যাবে। একই সঙ্গে নারগিশ ব্যস্ত হাউসফুল থ্রি-র কাজে। এই সিনেমায় অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, অভিষেক বচ্চন, বিজা হেডেনের সঙ্গে নারগিশকে দেখা যাবে।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই