বিনোদন ডেস্ক : মৃত্যুর আগে চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি পরীমণি বলে গেছেন, ‘এই পিচ্চি শুধু মা লিখবি, কোনো নাম লিখবি না’। দিতিকে মা বলেই ডাকতেন পরীমণি।
শুধু অভিনয়ের খাতিরে নয় বাস্তবেও মা-হারা পরী দিতিকে মা বলেই ডাকতেন। অবশ্য দিতির সঙ্গে তার পরিচয় ‘ধুমকেতু’ ছবিতে। সেই সেটেই দিতিকে মা রূপে খুঁজে পেয়েছিলেন পরীমণি।
দিতির কথা স্মরণ করে পরীমণি বলেন, তিনি আমাকে শুটিং সেটে একদিন বলেছিলেন ‘এই পিচ্চি ফোনে শুধু মা লিখে রাখবি, কোনো নাম লিখবি না’।
পরীমণি তার অফিসিয়াল পেজে লিখেন, ‘কালকে থেকে খবরটা একদম সহ্য হচ্ছে না। সবাই কেনো নেই নেই বলে। তুমি আছো মা, তুমি যে অমর, তোমার মৃত্যু নেই’।
তিনি লিখেন, সেই ধুমকেতু ছবিতে আমি তোমাকে (দিতি) মা হিসেবে পেয়েছি। যেদিন ক্যামেরার সামনে তোমাকে আমি মা বেলে ডেকেছিলাম সেদিন থেকে তুমি আমার মায়ের জায়গাতে আছো। তোমাকে মা ডাকলে অনেক শান্তিতে থাকতাম।
মনে পড়ে, আমি তোমার ফোন নাম্বার সেভ করার সময় তুমি আমাকে বলেছিলে, এই পিচ্চি শুধু মা লিখে রাখবি, কোনো নাম-টাম লিখবি না। আমি হেসে হেসে বলেছিলাম, তুমি বলার আগে তো আমি লিখে ফেলেছি। তোমার জন্য অনেক দোয়া ও অনেক ভালোবাসা।
গত রোববার ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। নামাজে জানাজার পর তার মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হয়।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম