মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ১১:৩১:১৫

অবশেষে জানা গেল, রণবীরের জীবনের সেই রহস্যময়ী কে?

অবশেষে জানা গেল, রণবীরের জীবনের সেই রহস্যময়ী কে?

বিনোদন ডেস্ক : মনে আছে তো সেই রহস্যময়ীর কথা? গতকাল সোমবার রণবীর কাপুরের সঙ্গে যার ঘনিষ্ঠ ছবি দেখে তাকে রণবীরের নতুন গার্লফ্রেন্ড বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় উঠেছে। অবশেষে জানা গেল তিনি কে।

আসলে তিনি একটি হিন্দি ম্যাগাজিনের রিপোর্টার। রণবীরের অনেক ভক্ত তিনি। ফিল্মি পার্টিতে রণবীরের সঙ্গে তার নাচের ছবি তুলেছিলেন এক ফিল্মফেয়ার সাংবাদিক। আর সেই ছবিই ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলে ধরে নেন ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে প্রেমে পড়েছেন রণবীর। আর ইনিই সেই নতুন প্রেমিকা! মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন ভারতের ফিল্মফেয়ারের সাংবাদিক দিতেশ পিল্লাই।

বিচ্ছেদ নিয়ে ক্যাটরিনা বা রণবীরের কেউই এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। তবে যে কোনো অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে চলছেন। আর তা দেখেই বিচ্ছেদের জল্পনা আরো বাড়ছে। মাঝে একদিন তার বাংলোয় এসে একান্তে আড্ডা মেরে গেলেন সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনও। এ বার রণবীরের প্রেম কোন পথে এগোয় সে দিকেই তাকিয়ে তার ভক্তরা।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে