বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৩:০৪:৫৭

বিশেষ কিছুর জন্য কলকাতায় যাচ্ছেন ফারিয়া

বিশেষ কিছুর জন্য কলকাতায় যাচ্ছেন ফারিয়া

বিনোদন ডেস্ক : সফল উপস্থাপনা থেকে চলচ্চিত্রে আসা নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’ ও ‘হিরো ৪২০’ ছবি দুটি এরই মধ্যে মুক্তি পেয়েছে। এই দুটি ছবিতে তার বিপরীতে যথাক্রমে অঙ্কুশ এবং ওম অভিনয় করেছেন। তবে ‘বাদশা’ ছবিটি তার ক্যারিয়ারের জন্য বিশেষ কিছু বলে মনে করছেন তিনি।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে এ ছবিতে অভিনয় করছেন ফারিয়া। জিৎ এ ছবিতে ‘বাদশা’ চরিত্রে অভিনয় করছেন। এ ছবির জন্য ২৬শে মার্চ কলকাতায় যাচ্ছেন ফারিয়া। এ প্রসঙ্গে তিনি  বলেন, এর আগে কলকাতায় অন্য ছবির জন্য কাজ করলেও এবারের ছবিটি আমার জন্য বিশেষ কিছু। এ ছবিতে আমার চরিত্রটিও ভিন্ন। সাত দিনের জন্য কলকাতায় যাচ্ছি। ছবির কাজ ঢাকায় শুরু হলেও কলকাতায় জিতের সঙ্গে বেশির ভাগ দৃশ্যে কাজ করবো। এক সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম, শুধু অভিনেতা হিসেবে নয়, জিৎ মানুষ হিসেবেও অনেক বিনয়ী। অনেক কিছু শিখতে পারছি তার কাছ থেকে।

জাজ  মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‘বাদশা’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, সুষমা সরকার, ভারতীয় দক্ষিণে সিনেমার অভিনেত্রী শ্রদ্ধা দাস প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব (কলকাতা)। প্রসঙ্গত, জিৎ এ ছবির জন্য ১২ই মার্চ ঢাকায় আসেন। টানা এক সপ্তাহ শুটিং শেষে তিনি কলকাতায় ফেরেন। নুসরাত ফারিয়া কলকাতায় পৌঁছানোর পর এ ছবির বাকি কাজে অংশ নেবেন তিনি। -এমজমিন
 
২৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে