বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৫:৪৭:৪০

জিৎ-নুসরাতের অনবদ্য রোমাঞ্চ

জিৎ-নুসরাতের অনবদ্য রোমাঞ্চ

বিনোদন ডেস্ক : এই প্রথম জিৎ অভিনয় করেছেন রাজীবের পরিচালনায়। আর এই প্রথম জিৎ কে পর্দায় দেখা যাবে দ্বৈত চরিত্রে। ছবির নাম ‘‌পাওয়ার’‌। ছবিতে জিতের বিপরীতে আছেন দুই নায়িকা—নুসরাত জাহান ও সায়ন্তিকা।

ইতিমধ্যে ছবিটির কয়েকটি গান ইউটিউবে রিলিজ হয়েছে। তারমধ্য জীৎ ও নুসরাতের ‘আজ আমায়’ শিরোনামে গানটি দুইদিনেই ভাইরাল হয়ে গেছে অনলাইনে। এই গানটি দেখে অনেকে ‘সেরা জুটি’র তকমাও দিয়ে ফেলেছেন। আবার অনেকে লিখেছেন, স্বপ্ন রাজ্যের রূপ কথার মতো, অসম্ভব ভালো লাগলো জিৎ ও নুসরাতের রোমাঞ্চ।

এর আগেও নুসরাত জিতের সাথে অভিনয় করেছেন। জিতের সাথে নুসরাতের প্রথম ছবি ‘শত্রু’। সেই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন নুসরাত। এখন অপেক্ষায় ভক্তরা ‘‌পাওয়ার’‌ ছবির জন্য। শ্রীভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ১ বৈশাখ।‌‌‌

পরিচালক রাজীব জানান, ‘‌প্রথমবার কাজ করলাম জিতের সঙ্গে। আগে থেকেই জানতাম জিতের মধ্যে সুপার হিরো মেটেরিয়াল আছে। তবে একসঙ্গে কাজ করতে গিয়ে হাতে কলমে সেই অভিজ্ঞতা হল।’‌

তিনি বলেন, ‘‌প্রথমবার আমার কোনো ছবির কেন্দ্রিয় চরিত্রে আছে একজন পুলিশ অফিসার। এই ছবি যেমন অ্যাকশন প্যাকড তেমনই আছে প্রেমও। তবে এ ছবি কোনো দক্ষিণী ছবির রিমেক নয়। অভিমন্যু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ছবিরটির চিত্রনাট্য লিখেছি আমি নিজেই।’‌

২৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে