বিনোদন ডেস্ক : ১৯ মার্চের আগে পর্যন্ত শাহিদ আফ্রিদির প্রেমে যেন হাবুডুবু খাচ্ছিলেন তিনি। পাশাপাশি,পাকিস্তানি ক্রিকেট দলকে অনুপ্রাণিত করতে একের পর এক ভিডিও আপলোড করেছেন ইন্টারনেটে। পাক দলের জয়ের জন্য আকুল হৃদয়ে প্রার্থনাও করেছেন।
তবে, ১৯ মার্চের পরই যেন সমস্ত কিছু পালটে গেল। ইডেনে পাকিস্তানকে পরাজিত করার পর পরই কান্দিল বালোচ এবার যেন বিরাট কোহলির গুনমুগ্ধ হয়ে গেলেন!
শুধু ভক্ত বললে ভুল হবে, কান্দিল এখন নাকি বিরাটের প্রেমে পড়ে গিয়েছেন। শুনতে অবাক লাগছে? কিন্তু, এবার সোশ্যাল সাইট টুইটারে বিরাটের প্রতি সরাসরি প্রেম ব্যক্ত করেছেন কান্দিল।
তার মানে আনুশকার কপালে আগুন জ্বেলে দিলেন পাকিস্তানি এই মডেল? তাহলে এবার আনুশকাই বা কি করবেন? এ নিয়ে ভারতীয় মিডিয়াও বেশ সরগরম। চলছে দারুণ সব আলোচনা। প্রশ্ন উঠেছে, বিরাট কি সারা দিবেন সেই মডেলের প্রেমে?
ভারত-পাক ম্যাচের পর এবার কান্দিল জানিয়েছেন, বিরাটকে ভাল লাগে তার। জিজ্ঞেস করেন, বিরাট শুধু আনুশকাই কেন? শুধু তাই নয়, বিরাটকে ‘বেবি’ বলেও সম্বোধন করেন ওই পাক মডেল।
সে যাই হোক না কেন, কিন্তু, আনুশকা কি শুনছেন কিছু ? বিরাটের সঙ্গে তার দুরত্ব বাড়ার পর থেকেই একের পর এক প্রেম নিবেদন। কখনও ইংল্যান্ড-এর মহিলা ক্রিকেটর আবার কখনও পাকিস্তানি মডেল। পারফরম্যান্স থেকে শুরু করে প্রেম নিবেদন, সব কিছু মিলিয়ে বিরাটের ভাগ্য যে এখন তুঙ্গে, তা বোধ হয় আনুশকা নিজেও জানেন।
এদিকে, শোনা যাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচের পর বিরাটকে নাকি অভিনন্দন জানিয়েছেন আনুশকা। খোলাখুলি এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ছড়ায় গুঞ্জন। বম্বে ভেলভেট-এ টাকার হিসেবনিকেশ হোক কিম্বা সুলতান-এ কাজের চাপ। সব কিছু ভুলে আনুশকা কি আবার ফিরে আসবেন বিরাটের জীবনে? না আজ কান্দিল, কাল অন্য কেউ উঁকি মারতে শুরু করবেন বিরাটের জীবনে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন