বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ১০:১৮:৪১

একি কাণ্ড, দীপিকাকে ল্যাং মারলেন কঙ্গনা

একি কাণ্ড, দীপিকাকে ল্যাং মারলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : বলিউডে পিকুখ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোনের সাথে কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের সম্পর্ক কখনই ভালো ছিলো না। এ কথা দুধের শিশুটি পর্যন্ত জানে। বলা চলে তাদের সম্পর্কটা সাপ আর নেউল।

তবে এই সাপ নেউল সম্পর্ক থেকে তারা বিড়িয়ে আসবেন! সে সম্ভাবনা আগে কখনোই দেখা দেয়িনি। তবে কিছুটা সম্ভাবনা যদি উঁকি দিয়েও থাকে তা এখন রূদ্ধ হয়ে গেছে স্থায়ীভাবেই। কিভাবে?

জানা গেছে, জনপ্রিয় জামাকাপড়ের ব্র্যান্ড ‘মেলঁজে'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কথা ছিলো দীপিকা পাডুকোনের। কিন্তু সেখান থেকে দীপিকাকে হটিয়ে তার স্থানটি দখল করে নিয়েছেন কঙ্গনা রানাউত! আর তাই তাদের দ্বন্দ্বটা একটু বাড়বে বলেই মনে করছেন অনেকে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে