বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ১১:১০:০৫

আদনান সামির নৈশ ভোজের অতিথি বাংলার গানের পাখি রুনা লায়লা

আদনান সামির নৈশ ভোজের অতিথি বাংলার গানের পাখি রুনা লায়লা

বিনোদন ডেস্ক : উপ-মহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কিংবদন্তী রুনা লায়লা। তিনি এ বাংলাদেশের গর্ব। কেন না, তিনি যে বাংলাদেশের অমূল্য সম্পদ। এক কথা বাংলাদেশের রত্ন তিনি। আর তাই তো বিশ্বব্যাপীই রয়েছে তার অসাধারণ কদর।

বিশ্বের কোথায়, কে চিনেন না রুনা লায়লাকে? কোথায় নেই তার সমাদর? তা খুঁজে বের করা ভার। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানকার সব খ্যাতনামারাই তার সাথে সহোর্দ্যপূর্ণ আচরণ করছেন। দিচ্ছেন নিমন্ত্রণ।

এরই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত সংগীতশিল্পী আদনান সামি রুনা লায়লাকে পেয়ে আবেগে আপ্লুত। তিনি রুনাকে দিয়েছিলেন তার বাড়িতে নৈশ ভোজের আমন্ত্রণ। রুনাও সাদরে তা গ্রহণ করেছেন। গিয়েছেন। আড্ডা দিয়েছেন চুটিয়ে। এবং দারুণ এই মুহূর্তগুলো ফ্রেমবন্দীও করে রেখেছেন।

ভারতের বিশেষ সম্মাননার আসরে অংশ নিতেই ভারত সফরে গিয়েছিলেন কিংবদন্তীর রুনা লায়লা। সেখানেই অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে ভক্ত তারকাদের আমন্ত্রণও রক্ষা করছেন তিনি। মাত্র ক’দিন আগে সালমান খান রুনা লায়লার কন্যার জন্য ভিডিও উইশ করলেন।

এর ক’দিন বাদে সালমানের বাবা সেলিম খানের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। গতকাল তিনি আদনান সামির পরিবারের সাথে এই ছবিটি পোস্ট দেন, যেখানে আদনান সামি ও তার স্ত্রী রয়াকে সাথে নিয়ে হাস্যজ্জ্বল আমাদের রুনা লায়লা।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে