বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ১১:৫৫:১৯

আজ হোলিতে কে কি করবেন বলিউড তারকারা?

আজ হোলিতে কে কি করবেন বলিউড তারকারা?

বিনোদন ডেস্ক : আজ দোল পূর্ণিমা। আজ বসন্তের আকাশ ছেঁয়ে যাবে আবিরে। আর ফাগুনের রঙে সারাদিন মাতবে সবাই। বাদ যাবে না তারকারাও। আবির রঙে রাঙাতে তারকারাও আজ পথে নেমে আসবেন। মাতবেন বসন্তোৎসবে। মাতম তুলবেন হ্যাপি হোলি।

দোল মানেই জমে থাকা নানা রঙের অনেক স্মৃতি। আজ যারা  তারকা তারাও চুটিয়ে দোল খেলেছেন এককালে। আর সেই রঙিন স্মৃতিতে আজ বুঁদ তারাও।

দীপিকা পাড়ুকোন যেমন ফিরে গিয়েছেন বন্ধুদের সঙ্গে তার দোল খেলার স্মৃতিতে। জানাচ্ছেন, রঙভরা বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারতেন তিনি এককালে। সেদিন অবশ্য পেরিয়েছে। এখন তার ছবির ‘বলম পিচকারি' গানেই জমে ওঠে দোলের দিন। এবার শুটিংয়ের কারণে বিদেশে আছেন, তবে জানাচ্ছেন, সুযোগ পেলেই মেতে উঠবেন দোলে।

বিদ্যা বালনের স্মৃতিতেও ভিড় করে আসছে রঙভরা জলবেলুন ছুঁড়ে মারার দুষ্টুমি। এবার অবশ্য দোল খেলতে পারছেন না তিনি। আর সে কারণে একটু মনখারাপই বিদ্যার।

কীর্তি স্যানন তো চুলে নারকেল তেল মেখে খুলে হোলি খেলার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জানাচ্ছেন, হোলি খেলতে তিনি ভীষণ ভালবাসেন, শুধু চুল আর স্কিন বাঁচাতে হয় এই যা। প্রচুর আবিরে এবারের হোলি জমিয়ে তুলতে তৈরি তিনি। আর হোলিতে গুজিয়া খাওয়া তার চাইই চাই।

শ্রদ্ধা কাপুর তো শুটিং থেকে একদিন ছুটিই নিচ্ছেন হোলির কারণে। বিগ বি-র বাড়ির হোলি পার্টির স্মৃতি এখনও তার কাছে টাটকা। তবে এবারে পরিবারের সঙ্গেই দিনটা কাটাতে চান তিনি।   
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে