বিনোদন ডেস্ক : কথা ছিলো আবারও সিনেমায় ব্যস্ত হবেন একসময়কার জনপ্রিয় নায়িকা শাবনূর। কিন্তু সে আর হলো না বোধ হয়। আর তাই কি তিনি আবারও অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন?
বড়পর্দায় ফেরার এ খবরও কিছুটা অনিশ্চয়তার মুখে পড়ছে অস্ট্রেলিয়ায় যাওয়ার খবরে। শাবনূর কি পারবেন নিজেকে ফের বড়পর্দার জন্য প্রস্তুত করতে? তার কাছের মানুষদের দাবি, খুব বেশি দিনের জন্য নয় এই সফর।
জানা গেছে, আজ ২৩ মার্চ অস্ট্রেলিয়া উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবেন শাবনূর। সেখানে তিনি স্বামী সন্তান আর সংসার নিয়েই ব্যস্ত সময় পার করবেন। তবে আবারও তিনি কাজে ফিরবেন? এ নিয়ে নির্মাতারাও ভরসা পাচ্ছেন না। আর তাই কি তার দিক থেকে মুখ ফিরেয়ে নিচ্ছেন নির্মাতারা?
এদিকে, ২০১২ সালের ২৯ ডিসেম্বর ‘পাগল মানুষ’ ছবির শুটিং স্পটেই হার্ট অ্যাটাকে মারা যান এর পরিচালক এম এম সরকার। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। সেই দুর্ঘটনার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ চার বছর পর সম্প্রতি ছবিটির নিমার্ণ কাজ শেষ করেছেন পরিচালক বদিউল আলম খোকন। এর মাধ্যমে আবারো ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও অনুষ্ঠানগুলোতে তার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
তবে নিজের মুটিয়ে যাওয়া শরীর নিয়ে বরাবরই অস্বস্থিতে ছিলেন শাবনূর। একারণে নিজের খাদ্য অভ্যাস পরিবর্তনসহ ওজন কমিয়ে নতুনরূপে ক্যামেরার সামনে হাজির হওয়ার কথাও বলেছিলেন তিনি। তাহলে আবার কেন অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছেন? এ প্রশ্ন এখন অনেকের মাঝেই।
এদিকে গত ডিসেম্বরে ‘ইউরো স্টার অটো গ্যাস স্টোভ’ নামক একটি ক্রোকারিজ কোম্পানির বিজ্ঞাপন কাজ করেছেন। সবশেষ পি এ কাজলের পরিচালনায় ‘মন যারে চায়’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন