বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০২:১৬:৫২

শাহেন শাহ’র কাছে কি পরামর্শ চেয়েছিলেন বাদশা?

শাহেন শাহ’র কাছে কি পরামর্শ চেয়েছিলেন বাদশা?

বিনোদন ডেস্ক : একজন শাহেন শাহ অন্যজন বাদশা। তারা দু'জনই বলিউডের প্রভাবশালী অভিনেতা। আর এই শাহেন শাহ ও বাদশাকে সম্প্রতি দেখা গেলো চুপিসারে কথা বলতে! কি কথা বলেছিলেন তারা? এ নিয়েই চলঝে জল্পনা।

জানা গেলো দুবাইয়ে ‘টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড’-এ অংশ নিতে দু’জনেই গিয়েছিলেন সেখানে। মূল অনুষ্ঠানের সময় হঠাৎ শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে দেখা গেল একসঙ্গে কথা বলতে। সেসময় তারা কি নিয়ে কথা বলেছেন তা জানা না গেলেও, গতরাতে একটি টুইটে অমিতাভ বললেন যে শাহরুখ মূলত পরামর্শ চাইছিলেন!

হ্যাঁ। ‘ফ্যান’ ছবির শুটিংয়ে নাকি কুনুইয়ে চোট পেয়েছিলেন শাহরুখ। আর সে সম্পর্কে পরামর্শ চাইতেই অমিতাভের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। আর ঠিক সেসময়ই ফটোগ্রাফারের ক্যামেরায় ক্লিক পড়ে যায়!
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে