বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০২:৩২:৫২

অন্যের ক্ষতি করতে মরিয়া অক্ষয়, কিন্তু কেন?

অন্যের ক্ষতি করতে মরিয়া অক্ষয়, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে এতোদিন অন্যের বিপদে ঝাপিয়ে পড়েছেন, অবতার হয়ে বাঁচিয়েছেন অন্যের প্রাণ। আর সেই অক্ষয় কুমার কিনা এখন মন্দ মানুষ! সে-ও আবার বিধ্বংসী রূপে!

সম্প্রতি তার সেই বিধ্বংসী রূপের একটি ছবি তিনি দিয়েছেন ট্যুইটারে। আর সেখানেই আবিস্কার করা গেছে অক্ষয় কুমারের মন্দ রূপটি। ভারতে বহুল আলোচিত ছবি ‌‘রোবট-টু’ চলচ্চিত্রে এমনই বিধ্বংসী দেখা যাবে তাকে।

বলা হচ্ছে, ভারতের ইতিহাসে সর্বোচ্চ খরচে নির্মিত হয়েছিল ‘বাহুবলি’। এসএস রাজামউলের ছবিটি নির্মাণ বাবদ খরচ হয়েছিল ১৫০ কোটি রুপি। আর সেই ছবির ইতিহাস ভেঙে দিতে রোবট তৈরি হচ্ছে ৩৫০ কোটি টাকায়। যা ‘বাহুবলি’ থেকে দ্বিগুণ বাজেট। এই ছবিতেই দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের সঙ্গে বিধ্বংসী ভিলেনের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে!

ছবিতে তাকে দেখা যাবে ড.রিচার্ড-এর ভূমিকায়। কিন্তু একসময় তার পরীক্ষণের জন্য যে রোবট তৈরি করবেন তা-ই ফ্রাঙ্কেস্টাইনের ভূমিকায় অবতীর্ণ হলে ভয়ঙ্কররূপ ধারন করবে অক্ষয়। যে কিনা সাধারনের অনিষ্ঠ করবেন তিনি। আর এমন অবস্থায় অবতার হয়ে আসবেন রজনীকান্ত।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে