বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০২:৪৩:৫৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক শহীদ কাপুর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : দ্বিতী বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর! সে কি! এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো সেই কবেই শেষ। তবে এ কোন দ্বিতীয় বিশ্বযুদ্ধ? বিষয়টা ভাবনারই বটে। কিন্তু শহীদ কাপুরকে তো দেখা গেলো সেই যুদ্ধের সৈনিক বেশে।

মুখভর্তি দাঁড়ি, ধুলামাখা পোশাক, মাথায় কাপর বন্ধনি গলায় ঝুলছে সেই ব্রিটিশ আমলের লকেট এমন অবস্থায়ই সম্প্রতি দেখা গেল বলিউডের রোমান্টিক অভিনেতা শহীদ কাপুরকে। নিজের এই রূপ ধারন সম্পর্কে জানালেন, এটি আসন্ন সিনেমা ‘রেঙ্গুন’-এর সাজ। ছবিটি নাকি তার ক্যারিয়ারে অন্যতম এক চ্যালেঞ্জও!  

গেল বছরে মুক্তি পেয়েছে শহীদ-আলিয়া জুটির প্রথম এই ছবি ‘শানদার’। ছবিটি বক্স অফিসে তেমন কোনো সাড়াই ফেলতে পারেনি। তবে বক্স অফিসে ‘শানদার’-এর ব্যর্থতা নিয়ে বসে নেই শহীদ। শহীদ ছুটছেন তার নতুন ছবি ‘রেঙ্গুন’-এর দিকে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে