বিনোদন ডেস্ক : আপনার একাকিত্ব দূর করার জন্য এবার আসছেন স্বয়ং বলিউডের পিকুখ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোন। ভাবছেন মিথ্যা? না। এটাই সত্যি।
যে সব মানুষ অবসাদে ডুবে রয়েছেন বা নিজেকে খুব একা মনে করছেন, তাদের অবসাদ দূর করতে অ্যাওয়ারনেস ক্যাম্পেন করতে চলেছেন গ্ল্যামার গার্ল দীপিকা।
সূত্র জানায়, দীপিকা পাডুকোন নিজেই একটা সময় অবসাদে ভুগতেন। আর তার প্রভাব পড়ছিল কেরিয়ারেও। অবশেষে নিজেই উদ্যোগী হয়ে চিকিৎসকের পরামর্শ আর ইচ্ছাশক্তির জেরে স্বাভাবিক ছন্দে ফিরে আসেন নায়িকা। পরবর্তী সময়ে এই নিয়ে বহু বার মিডিয়ার সামনেও মুখ খুলেছেন তিনি। নিজে অবসাদ কাটিয়ে উঠেছেন তিনি বহু দিন হল। এইবার বলিউড বিউটি অন্যদেরও অবসাদ কাটাতে উদ্যোগী হয়েছেন।
আমরা অনেকেই শরীরে কোনও অসুবিধা হলেই ছুটে যাই ডাক্তারের কাছে। কিন্তু যখন কোনও মানসিক সমস্যা হয়, তা নিয়ে নিশ্চুপ থাকি। ডাক্তার দেখাতে গেলে পাগল ভাববে এই ভয়েই মনের চিকিতৎসা এড়িয়ে চলি অনেকে। সমাজ জুড়ে ছড়িয়ে থাকা এই ধরণের মানুষকে সচেতন করতে বুধবার দীপিকা ‘ইউ আর নট অ্যালোন’ শীর্ষক অ্যাওয়ারনেস ক্যাম্পেন লঞ্চ করতে করবেন।
কয়েক বছর আগে রণবীর কপুরের সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছু দিন অবসাদে ভুগেছিলেন দীপিকা। তারপর কী ভাবে স্বাভাবিক ছন্দে তিনি ফিরে এলেন তাও দৃষ্টান্ত হিসেবে রাখবেন অবসাদগ্রস্তদের সামনে।
দীপিকার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য লিভ লভ লাফ ফাউন্ডেশন’ ২৩মার্চ বেঙ্গালুরুর সোফিয়া হাই স্কুলের ছাত্র এবং শিক্ষিকাদের নিয়ে প্রথম পর্যায়ে কাউন্সেলিং করবেন তিনি। এরপরই সারা দেশের প্রায় পাঁচশ স্কুলে দীপিকার এনজিও অবসাদ কাটাতে কাউন্সেলিং চালাবে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন