বিনোদন ডেস্ক : রঙের উত্সবে এসে একটু খোলামেলাই সুন্দরীরা। দোল, হোলিতে সানি লিওনের সঙ্গে রঙ খেলার স্বপ্ন কত পুরুষই দেখেন। কিন্তু সবার তো ভাগ্যে জোটে না। কিন্তু সানির সঙ্গে রঙ খেলার অবশ্য সুযোগ পাওয়া উচিত তাদের, যারা সত্যিই ভাগ্যবান।
সানি দেওল- বেচার ধর্মেন্দ্র। বলিউডকে কত ভালো ছবি, ডায়লগ উপহার দিয়েছেন। ঢাই কিলো হাতের অধিকারী বড় দেওলের একটাই দুর্ভাগ্য তার নামটা সানি। লিওনের বলিউডের প্রবেশের পর থেকে সানি মানে আর দেওল থাকল না। ইউ টিউবে যাও, গুগলে যাও বলিউড সানি লিখলে শুধু আসে লিওনের কথা। সানি লিওন লজ্জায় এর জন্য দেওলজির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। সানি দেওলকে তাই রঙ লাগিয়ে দেয়া উচিত মিসেস লিওনের।
কপিল শর্মা- সানি লিওনের সঙ্গে স্টেজ শেয়ার করতে অস্বীকার করেছিলেন কমেডি কিং কপিল শর্মা। কপিলের যুক্তি ছিল, তিনি কোনো এমন নায়িকার সঙ্গে একমঞ্চে থাকবেন না। পরে অবশ্য কপিল সুড়সুড় করে সানির সঙ্গে একমঞ্চে থাকেন, সেলফি তোলেন। কপিলবাদের জন্য সানির সঙ্গে রঙ খেলার একটা টিকিট দিলে কেমন হয়!
কেরলের সেই বিতর্কিত নেতা- জন্মনিয়ন্ত্রণের একটি বিজ্ঞাপন করায় সানি লিওনের জন্য দেশে মেয়েদের হেনস্থার ঘটনা বাড়ছে। এমন কথাই বলেছিলেন কেরলের এক নেতা। তারপর সে নিয়ে প্রচুর জলঘোলা হয়। বিতর্কিত এই মন্তব্যের জন্য পরে সানি লিওনের কাছে ক্ষমা চেয়ে নেন সেই নেতা। কিন্তু ক্ষমা চাইলেন যখন পুরস্কারটা তো একটা পাবেন। তাই ওই নেতাকে সানি লিওনের হোলি পার্টিতে থাকার টিকিট দিলে কেমন হয়?
যারা সানির নতুন, পুরনো সব সিনেমা দেখেছেন- সানি লিওনের সিনেমার সংখ্যা প্রচুর। তা সে যে প্রকৃতির হোক। একেবারে পুরনো থেকে বলিউডের সিনেমা। সানি যতগুলো নীল, লাল, হলুদ, সাদা ছবিতে অভিনয় করেছেন, সেগুলি সব যারা গোগ্রাসে গিলেছেন। তাদের সবার অবশ্যই সানি লিওনের সঙ্গে হোলির পার্টিতে যোগ দেয়ার নেমন্ত্রণ আছে।
আবোলতাবোল প্রশ্ন করা সেই সাংবাদিক--সানি লিওনকে আক্রমণ করে শো-কে হিট করাতে চেয়েছিলেন এই সাংবাদিক। শো হিট হয় ঠিকই, কিন্তু সেটা নেগেটিভ কারণে। সানি লিওনকে কোণঠাসা করে গিয়ে নিজেই কোণঠাসা হয়ে পড়েন সেই সাংবাদিক। সানির সঙ্গে হোলিতে তাই রঙ খেলা উচিত এই সাংবাদিকের।
২৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম