বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নাম লেখালেন অভিনেতা সোহেল খান। নিজ এলাকা ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ইউনিয়নবাসীর উন্নয়ন ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চান ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কাজকর্মে ভূমিকা রাখার ব্যাপারে প্রত্যয়ী ছিলেন তিনি।
পেশাগত জীবনে কখনো এমপি, কখনো সমাজপতি এবং একাধিক নাটকে চেয়ারম্যানের ভূমিকায় অভিনয়ে সুনাম কুড়ালেও এবার বাস্তবেই সুনাম মুঠোবন্দি করতে যাচ্ছেন তিনি। এ জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছেন সোহেল খান।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখতে চান তিনি। স্বজনপ্রীতি না হলে নৌকা প্রতীক বরাদ্দ পাবেন বলে তিনি আশাবাদী।
২৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম