বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৯:৫২:০৯

কাকে দেখাতে কাক সাজলেন অক্ষয় কুমার?

কাকে দেখাতে কাক সাজলেন অক্ষয় কুমার?

বিনোদন ডেস্ক : কালো রঙের পালক দেয়া জ্যাকেট, ধূসর রঙের চুল, লাল চোখ এবং একই ধূসর রঙের ভুরু৷ সামনের পাটির দাঁতগুলো দেখলেই ভয় করবে৷ ড্রাকুলার মতো একই রকমের ভয়ঙ্কর৷ হয়তোবা বুঝতেও পারছেন না কার কথা বলা হচ্ছে। তিনি বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এবার এমন সাজেই সাজতে হলো এই বলিউড হিরোকে। মেক-অপা ম্যানের হাতের ছোঁয়ায় একেবারেই বদলে গিয়েছেন অক্ষয়৷

তামিল ব্লকবাস্টার ‘এনথিরনে' বি়জ্ঞানী ভাসিগরন এবং রোবট ‘চিট্টি'-এই দুই ডবল রোলে দেখা যায় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে৷ রজনীকান্তের বিপরীতে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে৷ এই ছবিটি হিন্দিতে ডাব হয় রোবট নামে৷ এবার আসতে চলেছে তামিল ব্লকবাস্টারটির দ্বিতীয় সংস্করণ ২.০৷ এস শঙ্কর পরিচালিত এই ছবিতে রজনীকান্তের বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে৷

এই ছবিতে হিরো নয় বরং ভিলেনের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে৷ ছবিতে আক্কির চরিত্রের নাম ডঃ রিচার্ড৷ বিজ্ঞানী রিচার্ড বিভিন্ন বিদঘুটে পরীক্ষা-নিরীক্ষা করেন, এবং এরকম বিদঘুটে পরীক্ষা করেই নিজেকে কাকরূপে সাজিয়েছেন অক্ষয়৷
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে