বিনোদন ডেস্ক : আমিরের পোশাক এবার চড়বে দুঃস্থদের গায়ে। চরিত্রের প্রয়োজনে বাড়িয়েছিলেন ২৫ কিলো ওজন। কিন্তু এখন শুটিং শেষ। তাই আবার পুরনো ছন্দে আমির খান। কিন্তু ওয়ারড্রব যে ভরে গিয়েছে ফোগটের পোশাকে। সেই সব জামা-প্যান্টই চ্যারিটিতে দিলেন আমির খান।
কুস্তিগির ফোগটের বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে পারফেকশনিস্টকে। চরিত্রের প্রয়োজনে ৯০ কেজি হয়ে ছিলেন আমির। অগত্যা পুরনো জামা ছেড়ে কিনতে হয়েছিল নতুন সাইজের পোশাক। সমস্যা হচ্ছে শুটিং প্রায় শেষ। আমির ফিরছে আমিরি চালে। ইতিমধ্যে ১০ কিলো ওজনও কমিয়ে ফেলেছেন নায়ক। আর সমস্যাটা এখানে। সিনে ফোগটের মাপের জামা আর হচ্ছে না আমিরের। তাই এই সব পোশাক চ্যারিটিতে দেয়ায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নীতিশ তিওয়ারির পরিচালনার তৈরি হচ্ছে হরিয়ানার কুস্তিগির ফোগটের কাহিনি। ছবির নাম ‘দঙ্গল’।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই