বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ১০:১৫:০৬

স্মৃতির ফ্রেমে বন্দী দিতি

স্মৃতির ফ্রেমে বন্দী দিতি

বিনোদন ডেস্ক : পারভীন সুলতানা দিতি ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে ঢাকাই সিনেমায় যুক্ত হয়েছিলেন। এরপর থেকে তিনি তার অভিনয় শৈলিতে মুগ্ধ করে রেখেছেন বাংলাদেশের অগণিত দর্শক হৃদয়।

এই অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র ছিলো উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে ছবিটি আর শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘আমিই ওস্তাদ’। আর এই ছবির মাধ্যমেই তিনি জানান দিয়েছিলেন তার দাপুটে অভিনয়ের।

নিজের অভিনয় যোগ্যতায় দিতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তিনি সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দিতি শুধু চলচ্চিত্র অভিনয়েই সীমাবদ্ধ ছিলেন না। তিনি চলচ্চিত্রের পাশাপাশি নাটক, টেলিফ্লিম ও বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। আর সব মাধ্যমেই তিনি অসম্ভব রকম জনপ্রিয়তা আদায় করেন।

এ পর্যন্ত তিনি দুইশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রায় অনেক ছবিই ব্যবসা সফল হযেছে। তিনি জুটি বেধছেন তার সিনিয়র, সমসাময়িক ও এই প্রজন্মের অভিনয়শিল্পীদের সঙ্গেও।

সম্প্রতি এই গুণী অভিনেত্রী হাজারও স্মৃতি এই ধরার বুকে রেখে পরপারে পাড়ি জমিয়েছেন। এখন বাংলাদেশের এই গুণী অভিনেত্রী কেবলই স্মৃতিরফ্রেমে বন্দী।

মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘ আট মাস যুদ্ধ করে পরাজিত হন দিতি। গত রোববার তিনি সবাইকে কাঁদিয়ে শেষ বিদায় নেন। তার মৃত্যুতে এখনও যেন সর্বত্র শোকের ছায়া। অনেকের তার মৃত্যু যেন একটা স্বপ্নের মতোই। হয় তো ঘুম ভাঙতেই এই দুঃস্বপ্ন গালিচা পার হয়ে আবারও হাসবে দিতি। কিন্তু বাস্তবতা বড় নির্মম। তিনি আর ফিরবেন না। না ফেরার দেশ থেকে যে আর কেউ ফিরেন না। এই কঠিন সত্যটাকে মেনে নিতেই হয়।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে