বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ১১:৫৬:১৭

আড়ালে থাকছেন যেসব অভিনেত্রী, কিন্তু কেন?

আড়ালে থাকছেন যেসব অভিনেত্রী, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : সম্ভাবনা ছিলো। আলোও ছড়িয়েছিলেন দর্শক হৃদয়ে। বহু মানুষকেই অভিনয় গুণে মুগ্ধও করেছেন। তারপরও আড়ালে চলে গেছেন অনেক অভিনেত্রী! তারা মিডিয়া থেকে নিজেকে এতটাই আড়াল করেছেন, গণমাধ্যমের সামনে আসেন না। কিন্তু কেন তাদের এই আড়াল?

অভিনেত্রী শারমিন জোহা শশী : তিনি একজন দক্ষ অভিনেত্রী হিসেবে তার বেশ সুনাম রয়েছে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেটা অনেকটাই ক্ষুণ্ন করেছেন তিনি নিজেই। বিগত এক বছরেরও বেশি সময় ধরে আড়ালেই রয়েছেন শশী।

গুঞ্জনে রয়েছে, নির্মাতা তন্ময় তানসেনের সঙ্গে প্রেমের ইতি টানার পর থেকেই মিডিয়ার মুখোমুখি হতে চান না ‘টুনি’ খ্যাত এ অভিনেত্রী। নতুন করে কারও সঙ্গে প্রেম চলছে কিনা অথবা বিয়ে সম্পর্কিত সংবাদ প্রকাশে অনিচ্ছা থাকায় সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা থেকে নিজেকে বিরত রেখেছেন শশী তা বোঝা যাচ্ছে না।

মিডিয়ার অনেকের মুখে শোনা যায়, গোপনে বিয়ের কাজটি সেরে নিয়েছেন তিনি। আর সে খবর ফাঁস হয়ে যেতে পারে এমনটা ভেবেই হয়তো সংবাদমাধ্যম থেকে তিনি দূরে সরে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অভিনেত্রী রিচি সোলায়মান : গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে কোনো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তার দেখা মেলেনি। কারণ সহসা ধরা দিতে চান না এই অভিনেত্রী। নাটকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। কোনো না কোনোভাবে খবর প্রকাশ হচ্ছে। কিন্তু তার সঙ্গে সরাসরি কিংবা ফোনালাপে নেয়া সাক্ষাৎকার প্রকাশ হতে দেখা যাচ্ছে না কোথাও। স্বামী, সংসার সবই তো তার ঠিক আছে। কিন্তু কি কারণে ধরা দিতে চাইছেন না রিচি?

অনুসন্ধানে জানা গেছে, ২০১৪ সালের শেষদিকে তার স্বামী রাসেক মালিকের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে- এমন খবর চাউর হয়েছে মিডিয়াতে। এ নিয়ে জলঘোলাও অনেক হয়েছে। অবশ্য স্বামী রাসেক মালিকের সঙ্গে তার সব ঠিকঠাক আছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান দেন রিচি। সেসব ঝামেলা উতরে উঠে এখন বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছেন তিনি। তবে শোনা যাচ্ছে, স্বামী-সংসার নিয়ে মিডিয়াতে চটকদার সংবাদ থেকে রেহাই পেতেই নিজেকে মিডিয়া থেকে আড়াল করে রেখেছেন তিনি।

অভিনেত্রী সুমাইয়া শিমু : গেল বছরেই বিয়ে করেন তিনি। তার আগে থেকেই অজানা কারণে আড়াল করে রেখেছেন নিজেকে। তবে শিমুর এ চিত্র বদলায়নি বিয়ের পরও। আগের মতোই নিজেকে আড়ালে রাখছেন তিনি।

মডেল-অভিনেত্রী শখ : বাংলাদেশের আলোচিত তারকাদের একজন। চলতি বছরের প্রথম মাসেই অভিনেতা নিলয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ তারকা। বিয়ের আগেই তাকে খুঁজে পেতেন না কেউ। একই অবস্থা বিয়ের পরও। যোগাযোগ নেই কারও সঙ্গেই। কালেভদ্রে শুটিং সেটে দেখা হলে তখনই কথা বলেন শখ। তাছাড়া, মুঠোফোন কিংবা ফেসবুকে মেসেজ করেও তার হদিস মেলে না। বিয়ের আগে না হয় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার ভয়ে গণমাধ্যম থেকে দূরে থাকতেন, কিন্তু এখন তার কী হয়েছে? সবার সঙ্গে এহেন লুকোচুরি খেলার কারণ একমাত্র শখ নিজেই জানেন!

মডেল-অভিনেত্রী প্রভা : ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিজীবন নিয়ে মোটেও স্বস্তিতে নেই তিনি। দ্বিতীয় সংসারটি ভেঙে যাওয়ার খবর চাউর হয়েছে বেশ কিছুদিন আগে। আর সে কারণেই নিজেকে সবার থেকে আড়াল করে চলেছেন প্রভা। শুধু তাই নয়, সমপ্রতি বিএফডিসিতে একটি নাটকের শুটিংয়ে এক প্রতিবেদক কথা বলতে চাইলে তিনি তাকে এড়িয়ে গেছেন।

চিত্রনায়িকা কেয়া : গত বছর ‘ব্ল্যাকমেইল’ ছবিতে অভিনয় করলেও নিয়মিত নন তিনি। গুঞ্জন রয়েছে, চলচ্চিত্রে নিজের ধারাবাহিকতা না থাকায় এখন নিজেকে আড়াল করে চলেছেন কেয়া।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে