বিনোদর ডেস্ক : সানি লিওনের ছবি মানেই আলোচনা আর চমক। তারপরও তিনি নাকি এবার তার থেকেও বেশি চমক নিয়ে হাজির হবেন। আর তা তিনি নিজেই বলেছেন ট্যুইটারে। তবে কি এমন চমক থাকছে তার নতুন ছবিতে? সে বিষয় তিনি কোন ধারণা দেননি।
এ প্রসঙ্গে তিনি শুধু এটুকু বলেছেন, কি আছে তার পুরোটা বলতে চাই না। তবে আমি যে ছবিতে কাজ করবো সে ছবিতে চমক থাকবে সেটাতো আপনারা অনুধাবন করতেই পারেন।
জেসমিন ডিসুজা পরিচালিত ‘ওয়ান নাইন স্ট্যান্ড’-এ নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন সানি। এর আগে ‘রাগিনী এমএমএস’, ‘জিসম-২’, ‘এক পাহেলি লীলা’, ‘মাস্তিজাদে’ ছবিগুলোতে নিজেকে পুরনো ঢঙে উপস্থাপনার মধ্য দিয়ে সফলতা তুলে নিয়েছেন এই অভিনেত্রী।
আগামী ২২শে এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সানির নতুন ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’।
নতুন ছবি সম্পর্কে সানি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমার উপস্থাপন ও চরিত্রটা একেবারেই আলাদা, সেটা ছবি দেখলেই সবাই বলতে পারবেন।
তিনি বলেন, এ ছবিটিও পুরোপুরি আবর্তিত হয়েছে আমাকে ঘিরে। আমার বিশ্বাস ছবিটি টিকিট কেটে দেখে কেউ ঠকবেন না। বরঞ্চ হল থেকে বের হয়ে বলবেন ‘পয়সা উসুল’।
উল্লেখ্য, বর্তমানে সানির কাছে প্রস্তাব রয়েছে প্রায় হাফ ডজন ছবির। কিন্তু সবক’টিতেই অভিনয় করছেন না তিনি। বেছে বেছে নিজের ইমেজের সঙ্গে যায় এমন ছবিতেই কেবল অভিনয় করছেন।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন