বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০২:২৪:৫৭

বিয়ে শ্রীলঙ্কায়, এক হলেন দীপিকা-রণবীর!

বিয়ে শ্রীলঙ্কায়, এক হলেন দীপিকা-রণবীর!

বিনোদন ডেস্ক : তিনি ছিলেন কানাডায়, এলেন শ্রীলঙ্কায়। শুধু বিয়ের জন্য। সঙ্গে রণবীর সিংহ। চমকে উঠলেন নাকি! বিনা নোটিসে বিয়ে সেরে ফেললেন নাকি দীপিকা-রণবীর!

না না। নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের পার্টিতে যোগ দিতে ট্রিপিল এক্স-এর শুটিং ছেড়ে কানাডা থেকে শ্রীলঙ্কায় উড়ে এলেন দীপিকা। পার্টিতে দীপিকা আসছেন, আর সঙ্গে রণবীর সিংহ থাকবেন না তা কি করে হয়!

পার্টিতে দীপিকার এক বন্ধুর তোলা ছবিতে খোশ মেজাজেই দেখা গেল দীপিকা-রণবীরকে। এর আগে দীপিকাকে ভ্যালেনটাইনস ডে’র সারপ্রাইজ দিতে সোজা টরেন্টো উড়ে গিয়ে ট্রিপিল এক্স-এর সেটে পৌঁছে যান রণবীর।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশানের মঞ্চে দীপিকাকে নিজের ‘বেটার হাফ’ বলে সম্মোধন করেন রণবীর। তাই নিজের ‘বেটার হাফ’ যখন ছুটিতে এত কাছে আসছেন, তাও আবার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে, তখন রণবীর সেখানে যাবেন না তাও কি হয়!!
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে