বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমির জন্মদিন আজ। তিনি ১৯৭৯ সালের ২৪ মার্চ জন্ম গ্রহণ করেন। তার পুরো নাম ইমরান আনোয়ার হাশমি। তার জন্মদিনে এমটিনিউজ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা।
ইমরান হাশমির বাবা আনোয়ার হাশমি এবং মা মাহেররা হাশমি। ইমরান হাশমির বাবা মুসলিম এবং মা একজন রোমান ক্যাথলিক। তিনি তার নামের প্রথম অংশ ফারহান বাদ দিয়ে আসল নাম ইমরান হাশমি রাখেন। তিনি মুম্বায়ের স্যদেনহাম কলেজ থেকে গ্রাফিক এবং এনিমেটেডের উপর পড়া লেখা করেছেন। এছাড়া তিনি বলিউডের নামী পরিচালক, প্রযোজক মহেশ ভাটের ভাগ্নে।
‘ফুটপাথ’ (২০০৩) ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে পা রাখেন, তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি। তার পরের বছর সহ অভিনেত্রি মল্লিকা শেরওয়াত এর সাথে ‘মার্ডার’ ছবিটা বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে। ২০০৫ সালে করণ জোহরের, ‘আশিক বানায়া আপনে’ এবং ‘কলিযুগ’ ছবিতে অভিনয় করেন । তবে এ গুলি মাঝারি মানের ব্যবসা করে।
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সেমি হিট হয় এবং ‘আকছার’ ও ‘কিলার’ ছবি গুলো ফ্লপ হয়। ২০০৭ সালে তিনটি ছবি করেন তার মধ্যে ‘আওয়ারাপান’ মোটামুটি ব্যবসা করে এবং ‘গুড বয় ব্যাড বয়’, ‘দ্যা ট্রেন ছবি’ গুলো বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়।
২০০৮ সালে ‘জান্নাত’ ছবিটা ব্যবসায়িক এবং সমলোচনার দিক দিয়ে ১০০ ভাগ সফল হয়। তার অভিনয়েও আছে ভিন্ন রকম ভঙ্গিমা যা বিরল। তার পরবরতি ছবি ‘ওয়ান্স আপুন আ টাইম ইন মুম্বাই’ তার অভিনয় দক্ষতার পরিচায়ক। পরবর্তিতে তার ছবি ‘মার্ডার ২’ , ‘জান্নাত ২’ ব্যাপক সফলতা পায়। তার ছবি ‘সাংহাই’ তার অভিনয় প্রতিভাকে বিকশিত করেছে
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন