বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৫:১২:৪৮

আবার নাক ভাঙলো নায়লা নাঈমের

আবার নাক ভাঙলো নায়লা নাঈমের

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।  তার নাকের উপরের অংশে ভেঙে গেছে বলে গণমাধ্যমকে জানান তিনি।  এর আগে শুটিংয়ে ঝাম্প করতে গিয়ে নাক ভেঙেছিল এই অভিনেত্রীর।

গতকাল বুধবার রাতে তার গাজীপুরের নির্মিতব্য বাড়ির কাজ তদারক করতে যান নায়লা নাঈম।  অটোরিকশায় যাওয়ার সময় স্পিড ব্রেকারে ব্রেক করতে না পেরে উলটে যায় অটোরিকশাটি।  জাম্প করতে গিয়ে মারাত্মক আহত হন নায়লা নাঈম।  

তিনি বলেন, রাতেই প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছি, কিন্তু কয়েকটি এক্স-রে করতে হচ্ছে।  ব্লিডিং এখনো বন্ধ হয়নি।  নাক-মুখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। পায়ের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

এখন তিনি গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অবস্থান করছেন।  এক্স-রেসহ আনুষাঙ্গিক পরীক্ষার পর বোঝা যাবে ভালো হতে কতদিন লাগবে।  কি যে অবস্থা হয়?
২৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে